জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ নূর নবী ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে ক্যান্সারটি তার ফুসফুসে ছড়িয়ে পড়েছে। চিকিৎসকরা দ্রুত চিকিৎসার পরামর্শ দিলেও অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে। নূর নবীকে বাচাতে তার বন্ধুরা "জীবনের জন্য গান" নামের একটি কনসার্ট এর আয়োজন করছে।
কনসার্টের লাইনআপ:
- এশেজ
- নেমসিস
- ফিরোজ জং
- কুড়েঘড়
- সোহান আলী
- আপেক্ষিক
- গল্প
- চান্দের গাড়ি
- এভ্যার্স
- স্বরূপ
কনসার্টটি আগামী ২৩ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি মাঠে অনুষ্ঠিত হবে।
টিকেট মূল্য : ২৫০ টাকা
গেট ওপেন: ৩.৩০
গেট ক্লোজ সন্ধ্যা ৭.৩০
অর্গানাইজার : Buzmakers
Phn: 01731461544
Mail: [email protected]
